মুন্সিগঞ্জে ধর্ষণ মামলা

আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, ঢাকায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ৩০ মে ২০২৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণ মামলার আসামি আব্দুল সাত্তার শেখকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ। এই ঘটনায় সাত্তারসহ পুলিশের ওপর হামলাকারী আরও চারজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (৩০ মে) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার (২৯ মে) রাজধানীর রমনা থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৫ জন হলো, আব্দুল সাত্তার শেখ ওরফে ছত্তর (৫০), মিতু বেগম (২৭), মুনমুন বেগম (২৫), ইমরান শেখ (২৮) ও আব্দুল রাজ্জাক (৪০)।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, গত ১৬ মে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার এসআই (নিঃ) এম এম আবু মুসাম্মা ও কনস্টেবল মামুনসহ কয়েকজন ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল সাত্তার শেখকে গ্রেফতার করার জন্য খৈয়াগাঁও এলাকায় যায়। এসময় পুলিশ সদস্যদের দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেন আব্দুল সাত্তার। পুলিশ হাতকড়া পরানোর চেষ্টা করলে তার চিৎকার শুনে স্ত্রী, মেয়ে, ছেলে ও তার পুত্রবধূসহ পরিবারের বেশকিছু লোকজন দেশি অস্ত্র, লাঠিসোটা ও ও ইট-পাটকেল নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এসময় তারা পুলিশের কাছ থেকে আব্দুল ছাত্তারকে ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, এসআই আবু মুসাম্মা শ্রীনগর থানায় বিষয়টি জানালে থানা থেকে পুলিশ তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার পর এসআই আবু মুসাম্মা বাদি হয়ে শ্রীনগর থানায় মিতু বেগম, মুনমুন বেগম, ইমরান শেখ ও আব্দুল রাজ্জাকসহ ১২ জন ও অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।

সোমবার (২৯ মে) রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুল সাত্তার শেখসহ ৫ জনকে গ্রেফতার করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‍্যাব। গ্রেফতার ৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথাও জানান র‍্যাবের এই কর্মকর্তা।   

আরএসএম/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।