রেলমন্ত্রী

রেলের ১০ মিনিট দেরি প্রচার হয়, বিমানের দুই ঘণ্টা দেরিতেও হয় না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ মে ২০২৩

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেনের ১০ মিনিট সিডিউল বিপর্যয় হলে আমরা সেটা পত্রিকায়, টেলিভিশনে প্রচার করি, বুঝতে পারি। কিন্তু বিমানের যে দুই ঘণ্টা বিপর্যয় হচ্ছে, সেটি প্রচার হয় না।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রেলমন্ত্রী।

তিনি বলেন, আমরা নিশ্চয়তা দিতে পারবো না ট্রেনের সময়ের ব্যাপারে। নিয়মানুবর্তিতা যা আমরা আশা করি, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি, এটি কখনোই সম্ভব না। আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। তবে এটুকু বলি, ট্রেন ব্যবস্থায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন 

পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতুসহ রেলপথের নানা উন্নয়নমূলক কাজের বর্ণনা দিয়ে রেলমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালু করতে পারবো। এছাড়া সেপ্টেম্বর থেকেই ঢাকা থেকে কক্সবাজার ট্রেন চালু করতে পারবো বলে আশা করছি। খুলনা থেকে মোংলা পর্যন্ত ট্রেন চালু করতে পারবো।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।