বাসে অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন আড়াই লাখ টাকা

ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার পথে বাসে বিমানবন্দর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আড়াই লাখ টাকা খুঁইয়েছেন মো. রেজাউল করিম (৫৫) নামে এক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের ৭০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
রেজাউল করিমের ব্যবসায়িক অংশীদার মো. রানা জানান, তারা একসঙ্গে লোহার বিভিন্ন যন্ত্রপাতির ব্যবসা করেন। মঙ্গলবার মালামাল কেনার জন্য ঢাকা থেকে বাসে কের গাজীপুরের উদ্দেশ্যে রওনা করেন। বিমানবন্দর এলাকায় পৌঁছালে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। কে বা কারা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে কাছে থাকা আড়াই লাখ টাকা নিয়ে নেন।
তিনি আরও জানান, পথচারীরা তাকে উদ্ধার করে আহসানউল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করেন। খবর পেয়ে সেখানে যান তিনি। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
মো. রানা বলেন, ‘তার কাছে পাঁচ লাখ টাকা ছিল। তার মধ্যে এক জায়গায় ছিল আড়াই লাখ, অন্য আরেক জায়গায় তিন লাখ। অজ্ঞানপার্টির সদস্যরা আড়াই লাখ টাকা নিয়ে চলে গেছেন। তার কাছে থাকা তিন লাখ টাকা পাওয়া গেছে। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’
রেজাউল করিম বগুড়া সদর উপজেলার বসিন্দা। বর্তমানে তিনি রাজধানীর জুরাইনের শ্যামপুর এলাকায় বসবাস করেন। রানা নামে এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে লোহার যন্ত্রপাতির ব্যবসা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর তার পাকস্থলী পরিষ্কার করা হয়। পরে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
কাজী আল-আমিন/এএএইচ/এমএস