মাদকমুক্ত যুবসমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩১ মে ২০২৩

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে তামাক বর্জন করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি যুবসমাজকে আহ্বান করছি এমন কিছু খাওয়া যাবে না যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তামাক হচ্ছে মাদকাসক্তির প্রথম ধাপ। তাই সবাইকে তামাক পরিহার করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তামাক বর্জন করতে হবে। মাদকমুক্ত যুব সমাজ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর কাওলা মধ্যপাড়া প্রধান সড়ক এলাকায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, তামাক যারা সেবন করে, অনেকের মুখে ঘা, দাঁতে ঘা। আমাদের অনেক বয়স্করা তামাক খায়, গ্রামেগঞ্জে, শহরে, বন্দরে। এটা সর্বনাশা, আসুন তামাককে না বলি।

এমএমএ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।