খিলগাঁওয়ে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ০১ জুন ২০২৩

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে অপহরণের পর শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (৩১ মে) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম তরিকুল ইসলাম (২৭)।

বৃহস্পতিবার (১ জুন) সকালে এ তথ্য জানান র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক।

তিনি জানান, ২০২১ সালের ৩০ জুন ১১ বছর বয়সী এক কন্যাশিশুকে বাসার সামনে খেলাধুলা করার সময় আসামি তরিকুল অপহরণ করেন। পরে শিশুটির পরিবার তরিকুলসহ তার সহযোগীদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অপহরণ মামলা করেন। পুলিশ শিশুটিকে গাজীপুর এলাকা থেকে উদ্ধার ও আসামি তরিকুলকে গ্রেফতার করে।

এ মামলায় তরিকুল ১৬ মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। এদিকে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

র‍্যাবের এ কর্মকর্তা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে থাকা তরিকুলকে র‍্যাব-২ এর একটি দল বুধবার (৩১ মে) ঢাকার খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন আসামি তরিকুল।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।