কেন্দ্রীয় শহীদ মিনারের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার পাশ থেকে একদিন বয়সী ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ছয়টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ জানান, শহীদ মিনারের পাশ থেকে একদিনের ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, কে বা কাহারা এ নবজাতকটি ফেলে রেখে যায়। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল-আমিন/জেএইচ