স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোটেল ম্যানেজারকে পিটুনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৫ এএম, ০৩ জুন ২০২৩

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার শুলকবহন এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে মো. ওয়াসিম (৩০) নামে এক হোটেল ম্যানেজারকে পিটুনি দিয়েছে ওই ছাত্রীর ভাইসহ স্থানীয়রা।

শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে শুলকবহর আবদুল হামিদ সড়ক এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে ছাত্রীর বাবা হোটেল ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শুলকবহর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভিকটিমের পিতা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মেয়েটি তার বাবার দোকানে ভাইয়ের জন্য দুপুরের খাবার নিয়ে যায়। সেখান থেকে বাসায় ফেরার পথে বিসমিল্লাহ হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম তাকে হোটেলে ঢুকিয়ে ধর্ষণচেষ্টা চালায়। এসময় হোটেলটিতে কোনো গ্রাহক ছিলেন না। মেয়েটিকে হোটেলে ঢোকানোর সময় বিষয়টি দেখেন স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি মেয়েটির ভাইকে জানালে আরও কয়েকজন গিয়ে ম্যানেজারকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে।

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।