বাসায় ঢুকে ১০ লাখ টাকা-সোনা ডাকাতি, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৩ জুন ২০২৩

রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকার একটি বাসায় গত ২৯ মে সকালে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ওই বাসা থেকে নগদ ১০ লাখ ৫ হাজার টাকা, ১০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের সোনার গয়না ও একটি মোবাইল ফোন লুট করেন। এসময় এক নারীকে জখম করেন ডাকাতরা। এ ঘটনার চারদিন পর ডাকাত দলের দুই সদস্যকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- ওমর ফারুক (২২) ও শরিফ মাহমুদ (২৪)।

শনিবার (৩ জুন) সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান।

তিনি জানান, গত ২৯ মে সকাল সাড়ে ৯টার দিকে কোতয়ালি থানার বাবুবাজার এলাকার ১১/২ হায়বৎ নগর লেনের একটি বাসায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি প্রবেশ করেন। এসময় তারা ওই বাসার এক নারীকে জখম করে নগদ ১০ লাখ ৫ হাজার টাকা, ১০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের সোনার গয়না এবং একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যান।

গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, মামলা তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের ৫০-৬০টি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে কুমিল্লা জেলার মেঘনা থানার হরিপুর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত ওমর ফারুক ও শরিফ মাহমুদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে লুট করা নগদ এক লাখ ৭১ হাজার টাকা, এক জোড়া সোনার দুল এবং একটি সোনার চেইন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। রিমান্ডের আবেদনসহ শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

আরএসএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।