গাজীপুরে প্রশিক্ষণ দিতে গিয়ে হিটস্ট্রোকে ভিডিপি দলনেতার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৪ জুন ২০২৩

গাজীপুরের সফিপুরে একাডেমিক প্রশিক্ষণ দিতে গিয়ে অতিরিক্ত গরমে অজয় চক্রবর্তী (৩৮) নামের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক দলনেতা হিটস্ট্রোকে মারা গেছেন।

রোববার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতব্যক্তির সহকর্মী মাসুম আহমেদ জানান, ভিডিপি দলনেতা অজয় চক্রবর্তী দুপুরে সফিপুরে একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত আনা হয় ঢাকায়। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজয় চক্রবর্তী সিলেটের ওসমানি নগর থানার ভুরুগা গ্রামের গীতেশ চক্রবর্তীর সন্তান। তিনি এক মেয়ের বাবা। তার আইডি নম্বর- ৯১১০৮৮৮৭৬৮৩৭৮।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, অতিরিক্ত গরমের কারণে ওই ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।