নকল ফ্যান তৈরিসহ নানা অনিয়মে ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৭ জুন ২০২৩

রাজধানীতে অনুমোদনহীন বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল, ডিটারজেন্ট ও ভেজাল ঘি উৎপাদন, মজুত ও বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী বাড্ডা ও লালবাগ এলাকায় মঙ্গলবার (৬ জুন) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানে এ জরিমানা করা হয়। বুধবার (৭ জুন) দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী বাড্ডা ও লালবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত সেসব এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল, ডিটারজেন্ট, প্রসাধনী ও ভেজাল ঘি উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ১০ প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার বিষয়ে তিনি জানান, এ কে ক্যাবলসকে নগদ ৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল অ্যান্ড কোম্পানিকে নগদ ৪ লাখ, মেসার্স ইব্রাহিম ইলেকট্রনিক্স ওয়ার্কশপকে নগদ ৫ লাখ, জেরিন কেমিক্যাল কোম্পানিকে নগদ ২ লাখ, মানিক ঘি ফ্যাক্টরিকে নগদ ১ লাখ ৫০ হাজার, হিমালয় কোম্পানিকে নগদ ৪ লাখ, যুননা ইলেকটিক্যালকে নগদ ৫ লাখ, আজাহার ইলেকট্রিক্যাল কোম্পানিকে নগদ ২ লাখ, জাহাঙ্গীর ইলেকট্রিক্যালকে নগদ ৫ লাখ, ওর’কেয়ার কসমেটিক্স লিমিলেডকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উক্ত মোবাইল কোর্ট এক লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ জব্দ ও ৫০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল, ডিটারজেন্ট, প্রসাধনী ও ভেজাল ঘি উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল।

আরএসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।