চকবাজারে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ পিএম, ০৭ জুন ২০২৩
ফাইল ছবি

রাজধানীর চকবাজার থানাধীন নাজিমুদ্দিন রোডের একটি বাসায় মারজিয়া বিনতে মাকসুদ (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নাজিমুদ্দিন রোডের ওই বাসার পাঁচতলা থেকে আমারা মারজিয়ার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মারজিয়ার ভাই জুয়েলের কাছ থেকে জানতে পারি মারজিয়ার স্বামী ব্যবসা করেন। তার পারিবারিক কাজে গ্রামের বাড়ি রংপুরে যান। রংপুর থেকে বাসায় এসে দেখতে পান তার নিজ রুমে তার স্ত্রী ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে আমরা এসে তার মরদেহ উদ্ধার করি।

তিনি বলেন, তার ভাই জানিয়েছেন তাদের কোনো অভিযোগ নেই। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মারজিয়ার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অলিপুর গ্রামে। তিনি নাজিমুদ্দিন রোডের ওই বাসার পঞ্চম তলায় স্বামী রাজনের সঙ্গে থাকতেন। তাদের কোনো সন্তান নেই।

কাজী আল আমিন/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।