পুলিশ-সাংবাদিক পরস্পর বন্ধু হিসেবে কাজ করে: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৭ জুন ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পুলিশ ও সাংবাদিক পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে। সত্যের সন্ধানে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা পুলিশকে অনেক ঘটনার তথ্য দিয়ে সহযোগিতা করে।

এটিএন নিউজের ১৩ বছর পূর্তিতে বুধবার (৭ জুন) দুপুরে ডিএমপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

এটিএন বাংলা ও নিউজের চেয়ারম্যানসহ সব কলাকুশলীকে ডিএমপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বিশেষ করে ডিএমপি আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। পুলিশের সঙ্গে সাংবাদিক ভাই-বোনেরাও ২৪ ঘণ্টা কাজ করে থাকে। উভয়ে পরস্পরের সহযোগী বন্ধু হিসেবে কাজ করে।

jagonews24

ডিএমপি কমিশনার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এটিএন নিউজ সেই প্রচেষ্টাকে সর্বাত্মকভাবে প্রচার করে যাচ্ছে।

ডিএমপির পক্ষ থেকে এটিএন নিউজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ডিএমপি কমিশনার। পুলিশের তরফ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন তিনি।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ মহিদ উদ্দিনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিটি/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।