নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা দেবে ডেনমার্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ০৭ জুন ২০২৩
প্রতীকী ছবি

দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে অনুদানভিত্তিক ফ্রেমওয়ার্ক চুক্তি সই হয়েছে। এই চুক্তি অনুযায়ী নারীর ক্ষমতায়নে ৪৭৪ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক।

বুধবার (৭ জুন) রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এনইসি) সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। এতে চুক্তিতে সই করেন বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং ডেনিস রাষ্ট্রদূত এইচ ই মিস উইনি ইস্ট্রুপ।

চুক্তির কৌশলগত উদ্দেশ্য হলো- নারীর ক্ষমতায়নের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করা।
এছাড়া যুবকদের ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার উন্নতি করা।

আরও পড়ুন: দুর্নীতির কারণে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হচ্ছে: টিআইবি

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ও ডেনমার্কের সহযোগিতার ৫০ বছরের দীর্ঘ ইতিহাস রয়েছে। এসময়ে ডেনমার্ক কৃষি, পানি ও স্যানিটেশন, পরিবহন খাত, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও সুশাসন কর্মসূচির ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করে আসছে। ডেনমার্কও ট্রেড কাউন্সিলের মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রমে জড়িত।

এমওএস/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।