বিএনপির অবস্থান কর্মসূচি
চট্টগ্রামে কেপিআই স্থাপনার নিরাপত্তা চেয়ে থানায় পিডিবির চিঠি

বৃহস্পতিবার দেশব্যাপী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এ কর্মসূচি কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় সারাদেশের মতো চট্টগ্রামের থানায় থানায় চিঠি দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পাশাপাশি চট্টগ্রাম রেঞ্জ, মেট্রো ও জেলা পুলিশের কাছেও নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে পিডিবি চট্টগ্রাম বিতরণ অঞ্চল কার্যালয়।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে কেপিআই (জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা) স্থাপনা হিসেবে পিডিবির বিভিন্ন স্থাপনা ও দপ্তরের নিরাপত্তা দেওয়ার জন্য এ চিঠি দেয় পিডিবি।
বুধবার (৭ জুন) দেশে ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা পর্যায়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি।
বিএনপির এ ঘোষণার পর তাদের কর্মসূচি পালনের সময়ে সারাদেশের বিদ্যুৎস্থাপনার নিরাপত্তা বিধানের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বুধবার দপ্তারাদেশ জারি করে পিডিবি।
আরও পড়ুন>> ১০-১৫ দিন পর আর বিদ্যুতের কষ্ট থাকবে না: প্রধানমন্ত্রী
পিডিবির নিরাপত্তা ও অনুসন্ধান পরিদপ্তরের পরিচালক বেগ নাসির জাহানের সই করা আদেশে উল্লেখ করা হয়, বিএনপি ৮ জুন বৃহস্পতিবার বেলা ১১টা হতে দুপুর ১২টা পর্যন্ত প্রতিটি জেলার বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। বর্ণিত রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচি পালন করার সময়ে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক স্থানীয় থানায় যোগাযোগ করে আপনার নিয়ন্ত্রণাধীন স্থাপনার নিরাপত্তা বিধান করতে হবে। (বিষয়টি পূর্বেই স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী/থানায় লিখিতভাবে অবহিত করা যেতে পারে)। একই সঙ্গে বিউবোর নিজস্ব নিরাপত্তাপ্রহরী এবং অঙ্গীভূত আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখতে হবে। তাছাড়া প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ চিঠি পাওয়ার পর পিডিবি চট্টগ্রাম বিতরণ অঞ্চল থেকে এরই মধ্যে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, পুলিশের বিশেষ শাখার পাশাপাশি থানাগুলোতে চিঠি দিয়ে বৃহস্পতিবার বিএনপির অবস্থান কর্মসূচির সময় পিডিবির স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়। চট্টগ্রাম নগরীর পাশাপাশি জেলার প্রতিটি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকেও থানায় চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে পিডিবি চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিএনপি সারাদেশে পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছে। পিডিবির স্থাপনাগুলো কেপিআই স্থাপনা। কেপিআই স্থাপনার নিরাপত্তার জন্য সরকারিভাবে এমনিতেই নির্দেশনা রয়েছে। তারপরও বিএনপির কর্মসূচির সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতের জন্য ঢাকা থেকে একটি চিঠি এসেছে। এর পরপরই আমরা চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, সিএমপি কমিশনার, জেলা এসপিসহ, এসবি এবং থানাগুলোতে আলাদা আলাদা চিঠি দিয়েছি। পুলিশের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে জানান তিনি।
ইকবাল হোসেন/ইএ