শাহবাগে ২৪ চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৮ জুন ২০২৩

রাজধানীর শাহবাগ এলাকা থেকে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি চক্রের মূলহোতা মো. আকাশ ও তার অন্যতম দুই সহযোগীকে ২৪টি মোবাইলসহ গ্রেফতার করেছে র‌্যাব-৩। আকাশের দুই সহযোগী হলেন- মো. রাজিব হোসেন ও মো. সাগর।

বুধবার (৭ জুন) রাতে রাজধানীর শাহবাগ থানাধীন গোলাপ শাহ’র মাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, গ্রেফতার তিনজন দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এছাড়াও রাজধানীর একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট সক্রিয়। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।