বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৮ জুন ২০২৩

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নুরুল ইসলাম খানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন্সে জানাজা হয়।

জানাজা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাংলাদেশ পুলিশের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এরপর একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী নুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

নুরুল ইসলাম খান বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি পাঁচ ছেলে, চার কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।