১৯ বছর পর গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ০৮ জুন ২০২৩

১৯ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার হলেন ধর্ষণ মামলার আসামি মো. আবদুল করিম। বুধবার (৭ জুন) চট্টগ্রামের হাটহাজারীর চেয়ারম্যান ঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় র‍্যাব-৭। গ্রেফতার আবদুল করিম হাটহাজারীর ধলই গ্রামের খাইরুল বশরের ছেলে।

আরও পড়ুন: ওসি একাই ৩ বার আমাকে ধর্ষণ করেছেন, তারপর এসআই   

র‍্যাব জানায়, ২০০৪ সালের ২৬ অক্টোবর সকালে নবম শ্রেণির ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আবদুল করিম তার কয়েকজন সহযোগী নিয়ে তাকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে ওই ছাত্রীকে। এরপর তাকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যান আবদুল করিম।

আরও পড়ুন: বাবার জানাজায় না গিয়ে ভাতিজিকে ধর্ষণ করে মেরে ফেলল চাচা

এ ঘটনায় ছাত্রীর বাবা হাটহাজারী থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন। মামলায় বিচার শুরু হলে আদালতে হাজির হননি আসামি। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এমডিআইএইচ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।