রাজধানীতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৬ পিএম, ০৮ জুন ২০২৩
নিহত নিনা খান

রাজধানীর মধুবাগের হাজীপাড়া এলাকায় নিনা খান (৫০) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গিয়াস উদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর গিয়াস উদ্দিন নিনা খানকে উদ্ধার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রামপুরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই শওকত হোসেন খান বলেন, ২০১২ সালের এপ্রিল মাসে নিনা খান ও গিয়াসের বিয়ে হয়। তারা দুজন মগবাজার মিট লাইফ ইন্স্যুরেন্সের শওকত এজেন্সিতে কাজ করতেন। আজ আমরা খবর পাই রান্নাঘরের চুলা থেকে নিনার গায়ে আগুন লাগে। পরে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে দেখি আমার বোন মারা গেছেন। এরপর রামপুরা থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার বোনকে পরিকল্পিতভাবে পুড়িয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে বলেও জানান শওকত হোসেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার সান্তনা পাড়া গ্রামঅ বাবা মৃত সিরাজ উল্লাহ খান। তার বোন রামপুরা এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ওই গৃহবধূকে কুপিয়ে এবং পুড়িয়ে হত্যা করেছেন তার স্বামী। তিনি রামপুরা থানায় আটক রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কেএজেডআইএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।