চট্টগ্রামে তেলবাহী ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪৬ এএম, ০৯ জুন ২০২৩

চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোয়াজ্জেম হোসেন লাভলু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাত ৯টা ৩৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন লাভলু সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) রেজাউল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) চৌকির রেলওলে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মো. ইয়াসিন জাগো নিউজকে বলেন, ওয়াগনটি গুপ্তখালে পদ্মা-মেঘনা-যমুনা অয়েলের প্রধান ডিপো থেকে জ্বালানি তেল বোঝাই করে সিজিপিওয়াইয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে হাইড্রোইজেন পার অক্সাইডবাহী লরিটি পতেঙ্গা এলাকা থেকে বন্দরের দিকে আসছিল।

jagonews24

ওয়াগনটি সল্টগোলা ক্রসিং এলাকায় এলে সংকেত না মেনে লরিটি রেললাইনে উঠে যায়। এতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেলসহ মোয়াজ্জেম হোসেন লাভলুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে সংঘর্ষের সময় লরির পাশেই ছিল মোটরসাইকেলটি। লরিটি ধাক্কা খেয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই ব্যক্তি নিহত হন।

এদিকে দুর্ঘটনার পর রাস্তাটি বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে চলাচলকারী যানবাহনগুলো আটকা পড়ে। রাত পৌনে ১২টার দিকে ওয়াগন ও লরিটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ইকবাল হোসেন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।