চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবক গ্রেফতার

চট্টগ্রামে কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্টেশন রোডের নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বাদশা ওরফে ডন বাদশা ওরফে সোহেল (২২), মো. ডালিম (২১), মো. হাসান (২০) এবং মো. আকাশ (২০)। তাদের কাছ থেকে চারটি ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, রাতে নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস পার্কিংয়ের ভেতর অন্ধকারাচ্ছন্ন জায়গায় ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে চারটি ধারালো ছোরাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।
এমডিআইএইচ/জেডএইচ/এএসএম