রাজধানীতে যুবকের গলায় ফাঁস

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১০ জুন ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর নিউ মার্কেট থানাধীন লতিফ সরণি এলাকার একটি বাসায় দরজার চৌকাঠের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ইসাক হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১০ জুন) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

ইসাক হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া তার ভাই রাকিব জানান, তার ভাইয়ের নিউ মার্কেটে রাতুল ফ্যাশন নামের একটি কাপড়ের দোকান রয়েছে। তারা দুই ভাই ওই দোকান চালান। তিনি রাতে দোকান থেকে বাসায় ফিরে দরজার চৌকাঠের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইসাককে দেখতে পান। পরে উদ্ধার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

ইসাক হোসেন লক্ষ্মীপুর সদর জেলার মৃত আকতার হোসেনের সন্তান। বর্তমানে নিউমার্কেটের লতিফ সরণি এলাকার একটি বাসার চারতলায় মেসে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেজো।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।