প্রথম ঘণ্টায়ই শেষ পশ্চিমাঞ্চল ট্রেনের সব টিকিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ১৪ জুন ২০২৩
ফাইল ছবি

ঈদযাত্রা ঘিরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার (১৪ জুন) টিকিট বিক্রির প্রথম দিনের প্রথম ঘণ্টায়ই পশ্চিমাঞ্চল আন্তঃনগর ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। সকাল ৮টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের অগ্রিম টিকিট বিক্রি। কোনো ধরনের সমস্যা ছাড়া এক ঘণ্টায় বিক্রি শেষ হয়েছে প্রায় ১৩ হাজার টিকিট। দুপুর ১২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।

আন্তঃনগর ট্রেনের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠান সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সন্দীপ দেবনাথ জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

আজ থেকে ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন টিকিট বিক্রিতে অতিরিক্ত চাপে যেন সার্ভার ডাউন না হয় সেজন্য এবার দুই ধাপে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। প্রতিদিনই অগ্রিম টিকিট দুই ধাপে বিক্রি করবে রেলওয়ে। গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। তবে ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট এবার ফেরত নেওয়া হবে না।

আরও পড়ুন: অনলাইনে ট্রেনের টিকিট কাটার সহজ নিয়ম

প্রথম দিনের টিকিট বিক্রির বিষয়ে সন্দীপ দেবনাথ বলেন, আজ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কোনো ধরনের সমস্যা ছাড়াই প্রায় ১৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। এক ঘণ্টার মধ্যেই প্রথম দিনে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. মাসুদ সারোয়ার বলেন, আজকে আমাদের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন। গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজকে ২৪ জুনের টিকিট বিক্রি হচ্ছে। এবার ঈদযাত্রার টিকিট দুই ভাগে বিক্রি করা হবে। এরমধ্যে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের এবং দুপুর ১২টায় পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে।

তিনি বলেন, আজকে বিক্রি হওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের আসন ছিল ১২ হাজার ৮২১টি। এসব টিকিট সকাল ৯টার মধ্যে বিক্রি হয়ে গেছে। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে সার্ভারে সবচেয়ে ব্যস্ত সময় ছিল। প্রায় ৪০ লাখ বার সার্ভারে হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।

আরও পড়ুন: শতভাগ টিকিট অনলাইনে, চিরচেনা রূপ নেই কমলাপুরে

তিনি আরও বলেন, আমাদের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম সহজ ডটকমের মাধ্যমে হচ্ছে। তাদের প্রতি মিনিটে ৮ হাজার টিকিট বিক্রির সক্ষমতা রয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে সার্ভার ডাউনের কোনো অভিযোগ আসেনি।

স্ট্যান্ডিং টিকিটের বিষয়ে তিনি বলেন, আসন সংখ্যার ২৫ শতাংশ স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়া) টিকিট দেওয়া হবে। তবে তা যাত্রার দিন চারটি স্টেশন থেকে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একই ভাবে ১৫ জুন ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট।

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।