হালদা নদীতে ১ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৫ জুন ২০২৩

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত হালদা নদী থেকে এক হাজার মিটার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে হালদা নদীর কদুরখিল ও নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

হাটহাজারীর রামদাশ মুন্সির হাটস্থ হালদা অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহফুজুল হাসান জাগো নিউজকে বলেন, হালদা নদীতে জাল দিয়ে ছোট ছোট মাছ শিকার করা হচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কদুরখীল ও হালদা নদীর মোহনা এলাকা থেকে প্রায় এক হাজার মিটার জাল জব্দ করা হয়। এসময় মাছ শিকারকারীদের পাওয়া যায়নি বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।