মিশরে মহানবীকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করায় মন্ত্রীকে বরখাস্ত


প্রকাশিত: ০৫:২১ এএম, ১৪ মার্চ ২০১৬

মহানবীকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করায় মিশরের বিচার বিভাগের মন্ত্রী আহমেদ আল জিন্দকে বরখাস্ত করা হয়েছে। এর আগে শুক্রবার টেলিভিশনে প্রচারিত একটি সাক্ষাতকারে ওই মন্ত্রী বলেন, আইন ভঙ্গ করলে তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.) কেও কারাগারে প্রেরণ করতেন।
 
তবে নিজের ওই মন্তব্যের জন্য পরবর্তীতে তিনি খুব লজ্জিত হয়েছিলেন। তিনি বলেন, আল্লাহ আমাকে মাফ করুন।  এ নিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তার ওই বক্তব্যের জন্য প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল তাকে বরখাস্ত করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল আহমেদ আল জিন্দকে বরখাস্ত করেছেন।

ওই বিবৃতিতে আর কিছু বলা হয়নি।
 
এ ঘটনায় আল জিন্দকে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন দেশটির বিচারকরা। এ বিষয়ে বিচারক ক্লাবের প্রধান আব্দুল ফাত্তাহ বলেছেন, মিশরের মানুষ, বিচার বিভাগ ও জাতিকে রক্ষা করা  এমন একজন ব্যক্তিকে এমন ভাবে শাস্তি দেয়া হয়েছে। জিন্দ মুখ ফসকে এই কথা বলেছেন এটা যে কারো ক্ষেত্রেই হতে পারতো।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।