বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ: মোমেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩০ পিএম, ০৩ জুলাই ২০২৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। তারা (মার্কিন) বাংলাদেশকে হারাতে চান না।’

মার্কিন ভিসানীতি নিয়েও আওয়ামী লীগ চিন্তিত নয় জানিয়ে ড. মোমেন বলেন, ‘আওয়ামী লীগ নতুন ভিসানীতি নিয়ে মোটেও চিন্তিত নয়। এ ভিসানীতি নিয়ে শুধুমাত্র তারাই চিন্তিত, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে আগ্রহী।’

সোমবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন>> ‘যুক্তরাষ্ট্র কখনো সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার কথা বলেনি’

মন্ত্রী বলেন, বাংলাদেশ উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদের আসন্ন সফরকে স্বাগত জানাচ্ছে। কারণ ঢাকা বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে চায়। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততাকে স্বাগত জানাই। আমাদের লুকানোর কিছু নেই। আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুব ভালো সময় কাটবে।

ড. মোমেন বলেন, বাংলাদেশ সরকার একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য মার্কিন প্রতিনিধিদল নির্বাচনের বিষয়ে কোনো পরামর্শ দিলে ঢাকা স্বাগত জানাবে। নির্বাচনের বিষয়ে তাদের কোনো উজ্জ্বল ধারণা থাকলে আমরা তা পছন্দ করতে পারি। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আরও সম্পৃক্ততা প্রয়োজন।

তিনি বলেন, অজ্ঞতার কারণে ও একটি স্বার্থান্বেষী মহলের দেওয়া কিছু ভুল তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঢাকা র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনকে অনুরোধ করেছে। জবাবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে একটি প্রক্রিয়া অনুসরণ করতে বলেছে। আমরা প্রক্রিয়া অনুসরণ করছি।

আরও পড়ুন>> আমাদের লবিস্ট নেই, বাদ দিয়ে দিয়েছি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি চীনের দিকে ঝুঁকতে পারে- এমন একটি ধারণা রয়েছে। কিন্তু ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক নির্ধারিত ‘সবার সাথে বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়’ এ নীতি অনুসরণ করে নিরপেক্ষভাবে পররাষ্ট্রনীতি বজায় রেখেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার এ মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা সফরে আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু চারদিনের সফরে উজরা জেয়ার সঙ্গে থাকবেন। অন্যদিকে তৃতীয় সপ্তাহে ঢাকায় আসবেন যুক্তরাষ্ট্রের ইকোনমিক গ্রোথ, এনার্জি ও এনভায়রনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ফার্নান্দেজ।

আইএইচআর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।