ভবনে এডিসের লার্ভা, পেট্রোবাংলা-টিসিবিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১০ জুলাই ২০২৩

রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় এসিড মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ দায়ে প্রতিটি ভবনকে পাঁচ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হয়। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম অভিযানে অংশ নেন।

সরকারি চার ভবনে এডিসের লার্ভা, ২০ লাখ টাকা জরিমানা

চারটি ভবন হলো পেট্রোবাংলা, যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)।

এছাড়া ডিএনসিসির ১০টি অঞ্চলেই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।