বহদ্দারহাটে ৪৫৩ কেজি পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ ৩৫ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ জুলাই ২০২৩

চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৪৫৩ কেজি পলিথিন জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৮ দোকানিকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী এ আদালত পরিচালনা করেন।

আরও পড়ুন>> ভবনে এডিসের লার্ভা, পেট্রোবাংলা-টিসিবিকে জরিমানা

অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, চট্টগ্রামকে পলিথিনমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ঠেকাতে জেলা প্রশাসন ১ জুলাই থেকে চট্টগ্রামে পলিথিন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। এজন্য জেলা প্রশাসকের নির্দেশে নগরজুড়ে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আজ বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান চালিয়ে ৪৫৩ কেজি পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ৮ দোকানিকে জরিমানা করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর সব ধরনের পলিথিন ব্যাগ ও পলিইথাইলিনজাত দ্রব্য ব্যবহার, বাজারজাতকরণ, বিক্রয়, প্রদর্শন ও মজুত বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।