আউট হওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে নয়াপল্টন
কাউন্সিলের আর মাত্র বাকী দুই দিন তাই নেতাদের নজরে আসতে সকাল থেকে রাত পর্যন্ত নেতাকর্মীদেরে আনাগোনা বেশি থাকছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।
কিন্তু এত সব আয়োজনের মাঝেও টি-২০ বিশ্বকাপে আজকের বাংলাদেশ-পাকিস্তানের খেলা নিয়েও উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, কার্যালয়ে ভেতরে টেলিভিশনে হাই ভোল্ডেজের ম্যাচটি উপভোগ করছেন দলটির নেতাকর্মীরা। যখনই পাকিস্তানের উইকেটের পতন হচ্ছে তখনই উল্লাসে ফেটে পড়ছেন কার্যালয়ে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা।
এদিকে কাউন্সিলের এত আয়োজনের মাঝেও খেলা দেখার অনুভূতি জানতে চাইলে ছাত্রদল নেতা সোহেল রানা জাগো নিউজকে বলেন, কাউন্সিল নিয়ে দিনরাত ২৪ ঘন্টা কাজ চলছে।
তবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আবেগ কোন অংশেই কম নেই দলের নেতাকর্মীদের। বাংলাদেশ ক্রিকেট দলের বিজয় মানে দেশের বিজয় বলেও মনে করেন তিনি।
এমএম/এআরএস/এমএস