জাতীয় পরিবেশ উৎসবের ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২১ জুলাই ২০২৩

টেল প্লাস্টিকস-এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজিত ‘জাতীয় পরিবেশ উৎসব’-এর ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব হচ্ছে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে।

আয়োজনের আঞ্চলিক আয়োজক হিসেবে আছে সত্যেন বোস বিজ্ঞান ক্লাব, বুয়েট এবং সার্বিক সহযোগিতায় আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে পারবে ঢাকার যে কোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিবেশ অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে আরও নানা আয়োজন।

এরই মধ্যে জাতীয় পরিবেশ উৎসব-এর রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি আঞ্চলিক বাছাই পর্ব থেকে বিজয়ীরা অংশ নেবেন উৎসবের জাতীয় পর্বে ।

জাতীয় পরিবেশ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে আছে জাগো নিউজ ২৪ ডটকম।

এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।