‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পাকিস্তান’


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৭ মার্চ ২০১৬

খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় ছিল না পাকিস্তান। একের পর এক পরাজয়ে বেশ হতাশ ছিল খোদ দলটির খেলোয়াড়রাও। তবে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় কিছুটা স্বস্তি যোগায় পাকিস্তান দলকে। তাই তো সুপারটেনের প্রথম ম্যাচে উজ্জীবিত পাকিস্তানকে চিরচেনা রুপে দেখা যায় ইডেন গার্ডেন্সে। আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ এবং শহিদ আফ্রিদির ব্যাটিং তাণ্ডবের পাশাপাশি বল হাতে জ্বলে উঠেছিলেন আমির-ওয়াহাবরাও।

তবে পাকিস্তানই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন দলটির টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘রেকর্ড ও পরিসংখ্যান হিসেবে দেখা যায়, পাকিস্তান সবসময় ভালো অবস্থানে ছিল না; কিন্তু পরিসংখ্যান দিয়ে দলকে মূল্যায়ন করা যাবে না। তারা যে কোন সময় জ্বলে উঠতে পারে; হতে পারে চ্যাম্পিয়ন। এবারের বিশ্বকাপে পাকিস্তান বিজয়ের মুকুট ছিনিয়ে আনবে।’

দলের জয়ে বোলাররা বেশ ভালো ভূমিকা রাখতে পারে উল্লেখ করে মিসবাহ বলেন, ‘বর্তমানে আমাদের বোলাররা বেশ ভালো করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর বেশ প্রভাব দেখা যেতে পারে। কারণ দলে এক বা দু`জন ভালো ব্যাটসম্যান দরকার, যে কিনা রানের গতি সচল রাখবে এবং একটি ভালো স্কোর দাঁড় করাতে পারবে। বাকী কাজটা বোলাররাই করবে।’

আরএ/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।