ফেসবুকই এক সুতোয় গেঁথে দিচ্ছে ভারত-পাকিস্তানকে


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ১৬ মার্চ ২০১৬

শত্রু এবার বন্ধুতে রূপান্তরিত হল। ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান এবার বন্ধু হয়ে গেল তাদের। বিশ্বকাপ টি-টোয়েন্টিকে সামনে রেখে ভারতের কলকাতায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। বিভিন্ন জঙ্গী গোষ্ঠীর হামলা থেকে রক্ষা করতে পাকিস্তানকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের মানুষ। আরও একবার প্রমাণ হলো ক্রিকেট তাদেরকে সবসময় বন্ধু হতেই আহ্বান জানিয়েছে।

করাচি থেকে লাহোর, কাশ্মীর থেকে কলকাতা! দুই দেশের হাজার হাজার মানুষ তাদের ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করেছে। ভারতের মানুষ পাকিস্তানের পতাকা সম্বলিত ছবি এবং পাকিস্তানের মানুষ ভারতের পতাকা সম্বলিত ছবি দিয়ে নিজেদের প্রোফাইলকে রাঙিয়ে দুই দেশের মাঝে বন্ধুত্বের সম্পর্ককে আরো জোরালো করেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ইন্সটাগ্রামেও একই পদ্ধতি অবলম্বন করছে তারা। প্রোফাইল পিকচারে #ProfileforPeace লিখে অনলাইনের মাধ্যমে দুই দেশের ক্রিকেটপ্রেমী মানুষ এক হয়েছেন। দু’দেশের বৈরী রাজনীতিকেও তারা এক হাত নিয়েছেন এর মাধ্যমে।

ভারত তাদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ চাপে রয়েছে। অন্যদিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে রয়েছে ফুরফুরে মেজাজে। ১৯শে মার্চ কলকাতার ইডেন গার্ডেনে টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে ভারতের জনগন কোনদলকে সমর্থন দেয় সেটাই এখন দেখার বিষয়।

আরআর/আএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।