সৈয়দপুর-ঢাকা রুটে নভোএয়ারের একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৈয়দপুর-ঢাকা রুটে দেশের প্রিমিয়াম বিমান নভোএয়ার’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ভিআইপি লাউঞ্জে কেক কেটে বিমান চলাচলের উদ্বোধন করেন।
উদ্বোধনী ফ্লাইটে ৬৬ জন যাত্রী নিয়ে নভোএয়ারের প্রথম ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরী, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ, মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার একেএম মাহফুজুল আলম, সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার শাহীন আহমেদ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ও জাতীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।20160317112509.png)
অনুষ্ঠানে জানানো হয়, এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ দিয়ে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। সৈয়দপুর- ঢাকা রুটে ভাড়া সর্বনিন্ম ৩ হাজার ২শ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইট পরিচালনা উপলক্ষে প্রথম একমাস একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া কানেকটিং ফ্লাইটের মাধ্যমে সৈয়দপুর থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর ভ্রমণ করতে পারবেন যাত্রীরা। এজন্য মাত্র ৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নভো এয়ারের এয়াপোর্ট ম্যানেজার বদরুজ্জোহা জানান, ৬৮ আসন বিশিষ্ট এই প্রিমিয়ার বিমান ঢাকায় ৯টা ১৫ মিনিটে ছেড়ে সৈয়দপুরে পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিটে এবং আরেকটি ফ্লাইট বিকেল ৪টায় ঢাকায় ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে বিকেল ৫টায়।
বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর এবং সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুটে ঢাকা- ইয়াংগুন- ঢাকা প্রতি সপ্তাহে ৩টি করে ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
শিগগিরই অভ্যন্তরীণ রুটে রাজশাহী ও বরিশাল এবং ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য, নেপালসহ আন্তর্জাতিক নতুন গন্তব্যে নতুন ফ্লাইট পরিচালনা করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
জাহেদুল ইসলাম/এমএএস/এবিএস