রাষ্ট্রপতির এপিএস হলেন সাগর হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ০৬ আগস্ট ২০২৩
ফাইল ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাগর হোসেন।

রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদের সাগর হোসেনকে এ নিয়োগ দিয়ে রোববার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ২২০০০/- থেকে ৫৩০৬০/- টাকা বেতন স্কেলে নবম গ্রেডে তিনি এ নিয়োগ পেয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন সরওয়ার

রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন বা সাগর হোসেনকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।