চট্টগ্রাম এখন বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে: ডা. শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এখন বিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। আমরা বারবার যেটি অনুমান করছিলাম, বর্ষা মৌসুম আসার আগে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে পুরো নগর ডুবে যাবে। এখন সেই আশঙ্কা সত্যি হলো। বৃষ্টিতে পুরো নগর জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে।
তিনি আরও বলেন, কেউ ঘর থেকে বের হতে পারছে না। সব শ্রেণির মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে আজ নগরীর এই বেহাল দশা। এই সরকারের মন্ত্রী এমপিরা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা আজ জনগণের পাশে নেই। তারা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বলেই জনগণের কল্যাণে এই সরকার কোনো কাজ করছে না। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই।
সোমবার (৭ আগস্ট) বিকেলে নগরীর পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডে বড় মিয়া বাপের মসজিদ, রসুলবাগ, চান মিয়া মুন্সি লেইন, বগার বিল এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বৃষ্টি-জলাবদ্ধতায় মঙ্গলবার চট্টগ্রামের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
তিনি পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ সাদ্দামুল হক সাদ্দামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক খোরশেদ আলম, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
আরও উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু প্রমুখ।
ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম