ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার ২ কর্মকর্তার পদায়ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৮ আগস্ট ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) সাইফুল্লাহ আল মামুনকে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) হামিদা পারভীনকে যুগ্ম পুলিশ কমিশনারের (পিওএম) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।