আরও এক বছর ইরাকের রাষ্ট্রদূত থাকছেন ফজলুল বারী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৬ আগস্ট ২০২৩
মো. ফজলুল বারী/ ছবি- সংগৃহীত

আরও এক বছর ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে থাকছেন মো. ফজলুল বারী। তার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়ে বুধবার (১৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ৩০ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে রাষ্ট্রদূত পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।