বিএসটিআইয়ে প্রতিবন্ধী-এতিমদের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২৮ আগস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতার সেরা ৫ হাফেজকে বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

সোমবার (২৮ আগস্ট) বিএসটিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএসটিআই প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আবদুস সাত্তারের নেতৃত্বে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন>> বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না

এছাড়াও এদিন বিএসটিআই প্রাঙ্গণে তিনতলা বিশিষ্ট মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন এবং পিএইচপি কোরআনের আলোর সেরা পাঁচজন হাফেজকে বিশেষ সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিএসটিআইয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।