বিজ্ঞানভিত্তিক তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটন সম্ভব: সিআইডি প্রধান
বিজ্ঞানভিত্তিক তদন্তের মাধ্যমে অপরাধের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে মনে করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী।
সোমবার (২৮ আগস্ট) সিআইডি সদরদপ্তরে সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
ফরেনসিক তদন্ত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা গ্রহণের লক্ষ্যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে ৫৩ জন সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৫৮ জন কর্মকর্তা শিক্ষা সফরে আসেন। এ সংক্রান্তে সিআইডিতে একদিনের একটি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
সিআইডি প্রধান বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটালি আমরা যত উন্নয়ন করছি, তদন্ত ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্যের ওপর আমাদের নির্ভরশীলতা তত বাড়ছে। কারণ বিজ্ঞানভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্য প্রকৃত রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীরা এ প্রশিক্ষণের মাধ্যমে ফরেনসিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা পাবে, যার মাধ্যমে তাদের বিচারিক দক্ষতা বাড়বে।

মৌখিক সাক্ষ্য থেকে বস্তুগত (ফিজিক্যাল এভিডেন্স) সাক্ষ্যের ওপর অধিক গুরুত্বারোপ করেন তিনি।
কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান এ ধরনের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন, যা ভবিষ্যতে নবীন বিচারকদের বিচারিক কাজকে আরও বেগবান করবে। তিনি ভবিষ্যতে সিআইডি ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য দেন ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মো. মাইনুল হাসান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের ডিএনএ, ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ল্যাব, জেনারেল ফরেনসিক, ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম সম্পর্কে বিশদ আলোচনা করে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় ডিআইজি (অর্গানাইজড ক্রাইম) কুসুম দেওয়ান, ডিআইজি (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) মো. হাবিবুর রহমান, ডিআইজি (খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগ) শেখ নাজমুল আলম, ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম, ডিআইজি (সিপিসি) শ্যামল কুমার নাথসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএসএম/এমএএইচ/এমএস