মানববর্জ্য ব্যবস্থাপনায় চসিকের সঙ্গে কাজ করতে চায় ওয়াসা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৯ আগস্ট ২০২৩

চট্টগ্রাম মহানগরীতে মানববর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের (চসিক) সঙ্গে কাজ করতে চায় ওয়াসা। এ নিয়ে নিয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘চট্টগ্রাম পানি সরবরাহ, উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প-২’ এর সমঝোতা স্মারক বিষয়ে যৌথ সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম ওয়াসা।

মঙ্গলবার (২৯ আগস্ট) নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে আয়োজিত সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়।

ওয়াসার প্রতিনিধিদল জানায়, যথাযথ ব্যবস্থাপনার অভাবে অনেকে সেপটিক ট্যাংকের বর্জ্য নালাসহ বিভিন্ন পানিপ্রবাহে ছেড়ে দিচ্ছে। যা প্রাণ-পরিবেশের ওপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এ পরিস্থিতি উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তায় প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বস্তি এলাকায় মানববর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার পাশাপাশি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকের মানববর্জ্য সংগ্রহ করে হালিশহরে নির্মাণাধীন ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে পরিশোধন করবে ওয়াসা। এজন্য ওয়াসা প্রকল্প বাস্তবায়নের জন্য চসিক এবং সিডিএ’র সঙ্গে সমঝোতা স্মারক সই করতে চায়।

আরও পড়ুন>>> বর্জ্য ব্যবস্থাপনায় ৪৭৬ কোটি টাকা দেবে আইডিবি

ওয়াসার এ উদ্যোগকে সাধুবাদ জানান মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। সভায় মেয়র বলেন, টেকসই উন্নয়েনের স্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ সহায়তা করবে সিটি করপোরেশন। মূলত চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার কারণে চট্টগ্রামের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এ বিপুল মানুষের বর্জ্যব্যবস্থাপনার জন্য বিশ্বের সফল দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরীর বসবাসযোগ্যতা বাড়াতে হবে। বাড়াতে হবে নগরীর প্রান্তিক এলাকাগেুলোতে সুপেয় পানি সরবরাহের সক্ষমতা।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা আবুল হাশেম।

চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল আহসান চৌধুরী, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আরিফ আহমেদ, কো-টাস্ক টিম লিডার হার্শ গয়াল, পরামর্শক সোমনাথ সেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।