চট্টগ্রামে একই দড়িতে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৯ আগস্ট ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকার বাসা থেকে শাহনাজ আকতার (২৩) ও মেয়ে সাবেকুন নাহার ইভার (৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী।

ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান জাগো নিউজকে বলেন, শাহনাজ বেগম ও তার স্বামী শাহজাহান পোশাক কারখানায় চাকরি করতেন। দু’জনের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার সকালে শাহজাহান কাজে চলে গেলে প্রথমে মেয়েকে ঝুলিয়ে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।