বোয়ালখালীতে বাল্যবিয়ে থামালো উপজেলা প্রশাসন
চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালীর একটি কনভেনশন হলে ওই বিয়ের অনুষ্ঠানে পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
তিনি বলেন, বোয়ালখালীর সৈয়দপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছিল তাদের পরিবার। খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।
অভিযানে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী ছাত্রীর মাতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার জন্য মুচলেখা নেওয়া হয়। বিয়ে অনুষ্ঠানে অতিথিদের জন্য তৈরি খাবার বিভিন্ন এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয় বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।
এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম