পুরোনো পদ্ধতিতে ভূমি জরিপ বন্ধের নির্দেশ, আগেরগুলো বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

সনাতন পদ্ধতির চলমান ভূমি জরিপ বাতিল হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৩’ এর ওপর সংশোধনী আলোচনায় অংশ এ নিয়ে এ তথ্য জানান তিনি।

ভূমিমন্ত্রী বলেন, দেশের ডিজিটাল জরিপ ছাড়া যেসব জরিপ হচ্ছে (পুরোনো পদ্ধতিতে) সব জরিপ বন্ধ করে দেওয়ার জন্য আজকে নির্দেশনা দিয়েছে। এরই মধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল হিসেবে গণ্য হবে।

আরও পড়ুন: ভুয়া দলিল তৈরি করলে ৭ বছরের জেল

দেশে বর্তমানে বাংলাদেশ সার্ভে (বিএস) চলমান। এই জরিপটি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে রয়েছে। ফলে বিএস জরিপ যে অবস্থায় রয়েছে মন্ত্রীর বক্তব্যে তা পরিষ্কার হয়েছে।

ভূমি জরিপে দুর্নীতি নিয়ে রোববার সংসদে বিরোধীদলের সংসদ সদস্যরা নানা অভিযোগ করেছিলেন। মঙ্গলবারও এ নিয়ে কথা হয়। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিলেরে ওপর সংশোধনী আলোচনায় অংশ নিয়ে এ নিয়ে কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

জরিপ নিয়ে গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের বক্তব্যে একমত পোষণ করে মন্ত্রী বলেন, আমার কাছেও সাম্প্রতিক কিছু অভিযোগ এসেছে। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এতে আমরা হাত দিয়েছি। পাইলটিং প্রকল্প নিয়েছি পটুয়াখালী ও বরগুনাতে।

আরও পড়ুন: জমির রেজিস্ট্রেশন কি আর কিভাবে করবেন ?

তিনি বলেন, কিছু কিছু জায়গায় জরিপ (সনাতনী জরিপ) হচ্ছে। আমার কাছে অভিযোগ এসেছে, এমনকি আমার এলাকায়ও হচ্ছে। মানুষ চরম অসন্তোষ প্রকাশ করেছেন। আমি আজকেই নির্দেশনা দিয়েছি দেশের ডিজিটাল জরিপ ছাড়া পুরোনো স্টাইলে যেসব জরিপ হচ্ছে সব বন্ধ করে দেওয়ার জন্য। ইতিমধ্যে যে জরিপ হয়েছে এগুলো বাতিল বলে গণ্য হবে। কারণ এত কষ্ট করছি যদি দুর্নামের ভাগী হয়ে থাকি তাহলে নিরর্থক। সুতরাং যেসব জরিপ হচ্ছে, সব বন্ধ।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল সার্ভে পর্যায়ক্রমে হবে, এগুলো আসবে। আর ইতিমধ্যে যেসব জরিপ হয়েছে সব বাতিল। এটা আমি সংসদে দাঁড়িয়ে নিশ্চিত করতে চাই।

আরও পড়ুন: বেদখল হওয়া সম্পদ ফিরে পেতে যে আমল করবেন

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিল সম্পর্কে তিনি বলেন, আমাদের উদ্দেশ্য অশান্তি কমানো, অপরাধ প্রতিরোধ করা। এ কারণে স্লোগান হচ্ছে দলিল যার, জমিন তার। শক্তি যার জমি তার এটা রোধ করার জন্য এ আইন। তাই এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

আইএইচআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।