বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

সারাদেশে এখন বৃষ্টি অনেকটাই কম। আজ শনিবার বৃষ্টির প্রবণতা আরও কমে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা বেড়ে দেশের কোথাও কোথাও মৃদু তাপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোনো বৃষ্টি হয়নি। কিছুটা বৃষ্টি ছিল চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগেরও কোথায় কোথাও সামান্য বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে বন্যার শঙ্কা, বেশি থাকতে পারে তাপমাত্রা

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের সঙ্গে রোদও রয়েছে। বাড়ছে ভ্যাপসা গরম।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত বিশ্বে করণীয় কী?

শনিবার সকাল ৯ টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। সোমবার দিনের তাপমাত্রা কমতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আরএমএম/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।