৫০ সুবিধাবঞ্চিত শিশু নিয়ে ‘পজিটিভ ঢাকা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫ সেপ্টেম্বর ছিল পজিটিভ ঢাকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। করোনাকালে রক্তদানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে পজিটিভ ঢাকা। সংগঠনটির নাম পজিটিভ ঢাকা হলেও পুরো দেশব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
হাসপাতালে থাকা অসহায় রোগীর জন্য প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা, করোনাকালে বিনামূল্যে অক্সিজেন সেবা, ভিক্ষাবৃত্তি বন্ধের লক্ষ্যে সাবলম্বীকরণ প্রজেক্ট, অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানসহ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও খিলগাঁও এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পজিটিভ স্কুল প্রতিষ্ঠা করেছে সংগঠনটি।
এ বছর ‘পজিটিভ ঢাকা’ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে পজিটিভ স্কুলের খিলগাঁও শাখায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে। কোরআন তেলাওয়াত, শপথ পাঠ এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। প্রাথমিক ও নৈতিক শিক্ষা পাঠদানের পরপরই শিক্ষার্থীরা মেতে ওঠে খেলাধুলায়। বাস্কেটবল, বিস্কুট দৌড় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
পজিটিভ ঢাকার স্বেচ্ছাসেবীদের জন্যও খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সে সঙ্গে ব্যবস্থা করা হয় ৮০ জন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবারের।
সংগঠনটির প্রতিষ্ঠাতা এম এম আরিফুল ইসলাম বলেন, পজিটিভ ঢাকা একটি অরাজনৈতিক, ইতিবাচক, সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক শ্রেণি-পেশার মানুষেরই নিজ অবস্থান থেকে দেশ, সমাজ ও মানুষের জন্য ইতিবাচক অবদান রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। এ লক্ষ্যেই কাজ করছে পজিটিভ ঢাকা।
এসইউজে/এমএইচআর/জেআইএম