চট্টগ্রাম সিটি করপোরেশনের গাড়ি মেরামত করবে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) যানবাহনগুলো মেরামত করবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে এ উপলক্ষে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ পদক্ষেপের কারণে যানবাহন মেরামতে চট্টগ্রাম সিপি করপোরেশনের প্রতি বছর কয়েক কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রথম সিটি করপোরেশন হিসেবে চসিক বিআরটিসির সঙ্গে গাড়ি মেরামতের জন্য চুক্তি সই করেছে। বিআরটিসির মাধ্যমে চসিকের গাড়িগুলো সবচেয়ে সেরা মানের সেবা পাবে। যা চসিকের বর্জ্য ব্যবস্থাপনা এবং দাপ্তরিক কাজ করবে আরও গতিশীল, সাশ্রয় হবে বিপুল রাজস্ব।

অনুষ্ঠানে চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আকবর আলী, নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের।

বিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) ড. অনুপম সাহা, মহাব্যবস্থাপক মেজর মো. জাহাঙ্গীর হোসেন আজাদ, ম্যানেজার মো. মফিজ উদ্দিন, মো. জুলফিকার আলী।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।