ডিএমপির ডেমরা থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলামকে ডেমরা থানার ওসি হিসেবে বদলি করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।
একই আদেশে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
অন্য এক আদেশে ট্রাফিক-রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মোহা. হোসেন জাকারিয়া মেননকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
টিটি/এমআইএইচএস