৯ ক্যাটাগরিতে পুরস্কার পেল বিমান

‘বেস্ট ইকোনমি ক্লাস’ এবং ‘বেস্ট ইন-ফ্লাইট মিল ইন ইকোনমি ক্লাস’ ক্যাটাগরিতে ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৩’-এর গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাশাপাশি আরও সাতটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে বিমান।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ পুরস্কার দেয় ভ্রমণ ও পর্যটনবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর। প্রতিষ্ঠানটির পরিচালিত আকাশপথে নিয়মিত ভ্রমণকারীদের অনলাইনে মতামত জরিপের ওপর ভিত্তি করে এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। বিমানের পক্ষ থেকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদ (যুগ্ম সচিব) মো. ছিদ্দিকুর রহমান, পরিচালক বিপণন ও বিক্রয় (যুগ্ম সচিব) মো. কামরুল হাসান খান এবং পরিচালক গ্রাহকসেবা (যুগ্ম সচিব) মো. মতিউল ইসলাম চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, এ বছর মতামত জরিপে মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন (ডমেস্টিক), বেস্ট রিজিওনাল এয়ারলাইন, বেস্ট ইনফ্লাইট ইন্টারটেইনমেন্ট, বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট অন টাইম পারফরমেন্স (ডমেস্টিক), এয়ারলাইন অব দ্য ইয়ার এবং ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছে বিমান।
এমএমএ/এমকেআর/জেআইএম