ফায়ার সার্ভিস

গুলশানের আগুনের সূত্রপাত বেজমেন্টের বৈদ্যুতিক বোর্ড থেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর গুলশান-১ নম্বরে সাউথ এভিনিউ টাওয়ার নামের বাণিজ্যিক ভবনে বেজমেন্টের বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানিয়েছেন, আগুন লাগার পর তা ভবনের আটতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে আটকা পড়েন সাতজন। পরে তাদের নিরাপদে উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আরও পড়ুন: গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

তিনি বলেন, গুলশান-১ নম্বরের ৩ নম্বর সড়কের ৫০ নম্বর সাউথ এভিনিউ টাওয়ারে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ও বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট কাজ করে। রাত ১টা ৩৮ মিনিটে আগুনে সূত্রপাত। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১টা ৪৪ মিনিটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ভবনে আটকা পড়া সাতজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী ও পাঁচ পুরুষ রয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরএসএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।