ভগ্নিপতিকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামের ভুজপুরে হরিমোহন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নিপদ কর্মকারকে (৩৬) নরসিংদীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার নিপদ কর্মকার ভুজপুরের থানার রামগড় চা বাগান এলাকার যুবরাজ কর্মকারের ছেলে এবং ভিকটিম হরিমোহন রায়ের শ্যালক।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৭। এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) যৌথ অভিযান চালিতে তাকে গ্রেফতার করে র‍্যাব-৭ ও র‍্যাব-১১।

র‍্যাব জানায়, ২০০৭ সালের ২ অক্টোবর হরিমোহন রায় ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরদিন ৩ অক্টোবর সকালেও তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। ঝগড়া শেষে সকাল সাড়ে ৮টায় হরিমোহন রায় কাজের জন্য চা বাগানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে তার স্ত্রীর ভাই নিপদ কর্মকার পথরোধ করে বোনের সঙ্গে ঝগড়া নিয়ে কথা-কাটাকাটি করেন। একপর‍্যায়ে নিপদ কর্মকার ভুক্তভোগীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে ৪ অক্টোবর ভুজপুর থানায় নিপদ কর্মকারকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকে নিপদ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে এ মামলায় আসামির অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দেন আদালত।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।