দুই মোটরসাইকেল চোরকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই চোরকে ধরিয়ে দিতে সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দুই জনের ছবি প্রকাশ করে তাদের কোনো সন্ধান পাওয়া গেলে সবুজবাগ থানায় যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করেছে ডিএমপি।

রোববার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর সবুজবাগ থানার রান করপোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত দুজন সন্দেহভাজনকে গ্রেফতারে সহায়তা চায় সবুজবাগ থানা পুলিশ।

দুই মোটরসাইকেল চোরকে খুঁজছে পুলিশ

চুরির ঘটনার মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ৬টার মধ্যে রান করপোরেশনের অফিসের সামনে চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত দুজন সন্দেহভাজনের সন্ধান প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সবুজবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়ার হোসেন অথবা সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ যাচ্ছে বলেও জানান এডিসি নিয়তি।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।